৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। বৃহস্পতিবার রাতে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশের ছবি ‘মাস্তুল’ পেয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির 'স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড'। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার সকালে নির্মাতা নূরুজ্জামানের হাতে পুরস্কারের সনদ তুলে দেওয়া হয়। ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ ছবিটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানায় ফিল্ম সোসাইটি।
উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা বলেন, “ছবির প্রিমিয়ারে বিভিন্ন দেশের দর্শক, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। তাদের আগ্রহ আর এই স্বীকৃতি—দুটোই আমার জন্য বিশাল প্রাপ্তি।”
নূরুজ্জামান আরও জানান, মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ছিল ‘মাস্তুল’-এর জন্য বড় চমক, তার ওপর ‘স্পেশাল মেনশন’ পাওয়ায় তিনি ভীষণ তৃপ্ত।
এবার মস্কো উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে ভারতের খাশিয়া ভাষার ছবি ‘অ্যালেসিয়াম’ (পরিচালক প্রদীপ কুর্বা)। রুশ চলচ্চিত্র সমালোচক পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’ এবং আন্তর্জাতিক সিনেমা ক্লাব ফেডারেশনের বিশেষ স্বীকৃতি পেয়েছে কাজাখস্তানের ‘ইভাকুেশন’।
উল্লেখ্য, জাহাজিদের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা।