চলচ্চিত্রে অনিয়মিত হলেও নানা সময় নানাভাবে দর্শকদের চমকে দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নতুন কোনো সিনেমা নিয়ে আপাতত আলোচনায় না থাকলেও এবার তিনি ফিরেছেন ভিন্ন ভূমিকায়—একজন বিচারক হিসেবে।
মাছরাঙা টেলিভিশনের রান্নাভিত্তিক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-তে বিচারকের আসনে বসেছেন তিন প্রজন্মের ‘জাতীয় ক্রাশ’ পূর্ণিমা। বর্তমানে দেশের সেরা রন্ধনশিল্পীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলছে এই শোতে, যেখানে প্রধান বিচারকদের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিচারক হওয়ার অভিজ্ঞতা নিয়ে পূর্ণিমা বলেন, “এর আগেও নানা অনুষ্ঠানে বিচারক ছিলাম, তবে রান্নার অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন একেবারে ভিন্ন ও মজার অভিজ্ঞতা। এখানে রন্ধনশিল্পীরা অসাধারণ প্রতিভা দেখাচ্ছেন। আশা করি, এখান থেকে অনেক সম্ভাবনাময় প্রতিভা বের হবে।”
এদিকে পূর্ণিমার অভিনীত দুটি সিনেমা, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’, দীর্ঘ সাত বছর ধরে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। যদিও অভিনয়ে নিয়মিত নন, তবু শোবিজ অঙ্গনে পূর্ণিমার উপস্থিতি সবসময়ই আলাদা নজর কাড়ে।