ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য ও ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুব সংঘের অফিস কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা সদ্য প্রয়াত মোঃ আনিসুর রহমানের স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদত হোসেনের সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সিঙ্গাপুর বিএনপির প্রচার সম্পাদক মোঃ শাহাদত হোসেনে সুমন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ঘাটাইল পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মমিন মাস্টার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও তারেক জিয়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সমাজসেবক ও ব্যাংকার রাসেল তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক, তারেক জিয়া যুব সংঘের সিনিয়র সহ সভাপতি মোঃ উজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিব তালুকদার, কোষাধ্যক্ষ হেলাল তালুকদার, প্রচার সম্পাদক শাহ আলম আকন্দ প্রমুখ।
উল্লেখ, গত ২০ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য ও ছয়ানী বকশিয়া তারেক জিয়া যুবসংঘের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান স্টোকজনিত কারনে মারা যান।