কোপা দেল রে ফাইনালে আজ শনিবার রাতে সেভিয়ায় মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো। তবে ফাইনালের উত্তাপের চেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রেফারি বিতর্ক।
ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত রেফারি রিকার্দো দে বোর্গোসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে অনুশীলন, সংবাদ সম্মেলনসহ ফাইনালের সব আনুষ্ঠানিকতা বর্জন করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পরিস্থিতির উন্নতি না হলে ফাইনাল ম্যাচটিও বয়কট করতে পারে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের ইন-হাউস টিভি ও সমর্থকদের অভিযোগ, রেফারি দে বোর্গোস দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিচালিত ম্যাচে রিয়ালের জয়ের হার মাত্র ৬৪ শতাংশ, যেখানে বার্সেলোনার জয় ৮১ শতাংশ। তাছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ পরিচালনার সুযোগও তিনি পাননি।
রীতিমতো আবেগপ্রবণ হয়ে রেফারি দে বোর্গোস সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার পেশাগত সম্মানহানি করা হয়েছে। তিনি বলেন, “আমার সন্তানকে স্কুলে অপমান সহ্য করতে হচ্ছে। তাকে বলা হয়, তার বাবা চোর।”
রিয়ালের রেফারি পরিবর্তনের দাবি স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রত্যাখ্যান করলে ক্লাবটি ম্যাচ-পূর্ব সব কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, বার্সেলোনা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ট্রেবল জয়ের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ বার্সা শিবিরে একমাত্র দুশ্চিন্তা রবার্ট লেভানডোভস্কির ইনজুরি। যদিও সাম্প্রতিক ফর্ম এবং রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষকদের মতে বার্সেলোনাকে ফাইনালে ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছে।
বার্সা কোচ হ্যান্সি ফ্লিক সতর্ক করেছেন, “রিয়ালকে কখনোই হালকাভাবে নেয়া যাবে না।”