দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। এবার সেই সম্ভাবনাও আরও দূরে সরে গেল। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নিকট ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ খেলবে না তারা।
বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা মঙ্গলবার গণমাধ্যমকে জানান, “আমরা হামলার ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং ঘটনার নিন্দা জানাই। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলছি না, কারণ এটি সরকারের নীতি। ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকছি।”
তিনি আরও বলেন, “আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়াটা আলাদা বিষয়। সেটি আইসিসির নিয়ম অনুযায়ী হয়। আইসিসিও বিষয়টি পর্যবেক্ষণ করছে।”
ভারত ও পাকিস্তানের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে। এরপর শুধুমাত্র আইসিসি ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টেই দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এবার তা আরও সীমিত হওয়ার ইঙ্গিত মিলল বিসিসিআই-এর ঘোষণায়।