জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়। ২০২২ সালের পর এটিই হবে তার প্রথম টেস্ট ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, বিশেষ করে সম্প্রতি ৫১তম সেঞ্চুরি, তাকে ফের জাতীয় দলে জায়গা করে দিয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিসিবির ঘোষিত স্কোয়াডে আরও একটি পরিবর্তন এসেছে—পেসার নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির আলী, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
উল্লেখ্য, সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে হেরে যায়। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামে। সিরিজ বাঁচাতে মরিয়া থাকবে টাইগাররা।