চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন । প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে বলে জানিয়েছেন মাহি।
বৃহস্পতিবার নিজের একাধিক আবেগঘন ছবি ও বার্তা শেয়ার করে মাহি লেখেন, “গত কয়েকটা দিন ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছে। বোনের বিয়ের দায়িত্ব, ট্রোলিং, সম্পর্ক ভাঙন—সব মিলিয়ে আমি ক্লান্ত, বিধ্বস্ত।”
মাহি আরও লেখেন, “আমি জানি আমি ভুল করেছি, কিছু মানুষের হৃদয় ভেঙেছি, তার জন্য আমি দুঃখিত। আমি সত্যিই ভেঙে পড়েছি এবং সেটা স্বীকার করতেও ভয় পাই না।”
চোখের জলের ছবি পোস্ট করে এই অভিনেত্রী জানান, “আমি এখন শুধু ক্লান্ত, তবে পরাজিত নই। হাসি যদি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তবে চোখের জলও শেয়ার করা উচিত।”
প্রায় দুই বছর আগে নাবিলের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন মাহি। পরিচয় থেকে শুরু হয়ে ধীরে ধীরে প্রেমে গড়ায় তাদের সম্পর্ক। এক বছরের বন্ধুত্বের পর প্রেম শুরু হয়—শেষ পর্যন্ত তা ভাঙনের দিকেই গড়ালো।
এই কঠিন সময়ে মানসিকভাবে বিপর্যস্ত মাহি আবারও নতুন করে দাঁড়ানোর আশায় দিন গুনছেন—এমন বার্তাই রেখে গেলেন তিনি তার অনুগামীদের জন্য।