আগামী শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বটতলা মাঠে হবে এক বিশেষ ওপেন এয়ার কনসার্ট, যেখানে বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম মঞ্চসংগীত পরিবেশন করবেন। এ কনসার্টটি হাবিবের পৈতৃক ভিটায়, যেখানে ১৫ বছর পর প্রথমবারের মতো ফিরছেন তিনি।
সংগীতচর্চা ও স্টেজ শোতে ব্যস্ততার কারণে দীর্ঘদিন গ্রামে যেতে পারেননি হাবিব ওয়াহিদ। “১৫ বছর পর নিজ গ্রামে এসে প্রিয় মানুষদের গান শোনাতে যাচ্ছি, এ অনুভূতি খুবই উজ্জীবন,” বলেন হাবিব। কনসার্টে তিনি আরটিস্টিক জমজমাট পরিবেশ দেওয়ার পাশাপাশি, সঙ্গে হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদও গান গেয়ে স্মৃতিময় মুহূর্ত সৃষ্টি করবেন।
এই আয়োজনটি পঞ্চায়েতের যুব সমাজের উদ্যোগে করা হয়েছে। হাবিব আশা প্রকাশ করেছেন, “আমার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মনে একটি আনন্দময় সন্ধ্যা উপহার দিতে চাই।”