সাবেক মালিককে উপেক্ষা ব্যাট হাতে জবাব দিলেন কেএল রাহুল

সাবেক মালিককে উপেক্ষা ব্যাট হাতে জবাব দিলেন কেএল রাহুল

খেলা

আইপিএলে চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা কেএল রাহুল সাবেক দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ম্যাচ শেষে মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার আচরণ।

লক্ষ্ণৌর হয়ে অধিনায়ক থাকা অবস্থায় রাহুলকে মাঠেই প্রকাশ্যে তিরস্কার করেছিলেন গোয়েঙ্কা। সেই ঘটনার রেশ যেন কাটেনি এখনও। মঙ্গলবার একানা স্টেডিয়ামে খেলা শেষে করমর্দনের সময় গোয়েঙ্কা রাহুলের দিকে হাত বাড়ালেও তিনি পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যান। পরে পেছনে ফিরে একবার তাকালেও কোনও প্রতিক্রিয়া জানাননি। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

খেলার পারফরম্যান্সেও রাহুল সাবেক দলকে ছাড়িয়ে গেছেন। লক্ষ্ণৌর ১৫৯ রানের লক্ষ্যে দিল্লি জয় পায় ১৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে। রাহুল খেলেন ৪২ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। এই জয়ে দিল্লি উঠেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।

গোয়েঙ্কার সঙ্গে রাহুলের শীতল সম্পর্ক নিয়ে সমর্থক মহলে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, ব্যাট হাতে সাবেক মালিককে এভাবেই জবাব দিয়েছেন কেএল রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *