দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে প্রভা এবার ঈদ নাটকে দেখা মিলবে তরুণদের সঙ্গে

দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে প্রভা এবার ঈদ নাটকে দেখা মিলবে তরুণদের সঙ্গে

বিনোদন

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী গত এক বছরেরও বেশি সময় ধরে নাটকে অনুপস্থিত ছিলেন। তবে আসন্ন ঈদুল আজহায় একাধিক নাটকের মাধ্যমে আবারও নিয়মিত অভিনয়ে ফিরছেন তিনি।

প্রভা জানিয়েছেন, এই প্রজন্মের তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গেই কাজ করছেন তিনি। তার ভাষায়,
“তরুণদের আলাদা দর্শক আছে, তারা সময়ের চাহিদা বোঝে। তাদের কাছ থেকেও শেখার আছে।”
তাই নতুন নাটকগুলোর বেশিরভাগেই সহশিল্পী হিসেবে থাকছেন তরুণ অভিনেতারা।

সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামের একটি রোমান্টিক নাটকের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা যাহের আলভী। নাটকটি রচনা করেছেন জহির করিম, পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। এটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

নতুন কাজ নিয়ে আশাবাদী প্রভা বলেন,
“আমি অভিনয়ের মানুষ, এখন নিয়মিত দর্শকরা আমাকে দেখতে পাবেন। গল্প নির্বাচনের সময় দর্শকদের রুচিকেই প্রাধান্য দিচ্ছি।”

এছাড়া, নাটকের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যও রাখছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন প্রভা। সেখানে একটি বিউটি পার্লারে রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং পেয়েছেন সনদপত্রও। এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন চমক নাটকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *