
আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বরখাস্ত হওয়ার পর চরম আতঙ্কের মধ্যে গোপনে বাংলাদেশ ছাড়তে হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। অস্ট্রেলিয়ার Code Sports-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিসিবির সিইও তাকে কাউকে না জানিয়ে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেন।
হাতুরাসিংহে বলেন, “ব্যাংকে টাকা তুলতে গিয়ে টিভিতে দেখি, ব্রেকিং নিউজে আমার বরখাস্তের খবর চলছে। ব্যাংক ম্যানেজার নিজেই বললেন, ‘রাস্তায় নিরাপদ নয়, আমি তোমার সঙ্গে যাব।’”
বিশ্বকাপে ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগে তার ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সহকারী কোচ নিক পোথাস ও রঙ্গনা হেরাথ উভয়েই অভিযোগটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।
হাতুরাসিংহের ভাষায়, “আমি কখনোই খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়াইনি বা তাদের গায়ে হাত তুলিনি। হয়তো হতাশায় ডাস্টবিনে লাথি মেরেছি, কিন্তু বিষয়টি অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।”
এ নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।