
গায়ক ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব যুক্তরাষ্ট্রে আটটি কনসার্ট নিয়ে শুরু করেছেন তার ‘বাংলা ফোক রক ফেস্ট’ সফর। তার দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-কে সঙ্গে নিয়ে এই সফরের সূচনা হয়েছে শনিবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ডালাস থেকে।
এরপর তারা পারফর্ম করবেন মিনিয়াপলিস (৩ মে), সিয়াটল, অস্টিন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, কলম্বিয়া এবং শেষ কনসার্টটি হবে ২৫ মে লস অ্যাঞ্জেলেসে। পুরো সফরটির ব্যবস্থাপনায় রয়েছে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একক গানের বাইরে ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে ব্যস্ত ছিলেন অর্ণব। এই প্রকল্পের দুটি সিজন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তৃতীয় সিজনের কাজ প্রায় শেষ হলেও বর্তমান পরিস্থিতির কারণে নতুন গানগুলোর প্রকাশ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
অর্ণব ভক্তদের জন্য এবারের যুক্তরাষ্ট্র সফর এক ভিন্নধর্মী সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা করা যাচ্ছে।