৩-১ গোলে পিছিয়ে পড়ে রোমাঞ্চকর জয় বার্সেলোনার রাফিনহার জোড়া গোল

৩-১ গোলে পিছিয়ে পড়ে রোমাঞ্চকর জয় বার্সেলোনার রাফিনহার জোড়া গোল

খেলা

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শনিবার (১৯ এপ্রিল) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে রাফিনহার পেনাল্টি গোলে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচের ১২তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। তবে এরপরই সেল্টা ভিগো পাল্টা আক্রমণে ফেরে। ইগলেসিয়াস একাই হ্যাটট্রিক করে বার্সাকে ৩-১ ব্যবধানে পিছিয়ে দেন।

তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় হান্সি ফ্লিকের দল। ৬৪তম মিনিটে ওলমোর গোলে ব্যবধান কমে ৩-২ হয়। এরপর রাফিনহার গোলে সমতায় ফেরে বার্সা। যোগ করা সময়ে ওলমো ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকে গোল করে বার্সাকে জয় এনে দেন রাফিনহা।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬ এবং তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৬৩ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *