বলিউড অভিনেতা সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ তাদের বিচ্ছেদ এবং তা নিয়ে তার জীবনে আসা পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন ‘খান’ পরিবারের বউমা হিসেবে পরিচিত সীমা জানান, বিচ্ছেদ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
১৯৯৮ সালে সোহেল খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সীমা। যদিও ২০০২ সালেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সম্প্রতি 'দ্য হিলিং সার্কেল'-এ দেওয়া এক সাক্ষাৎকারে সীমা বলেন, “বিয়ের পর আমি খুব নির্ভরশীল হয়ে পড়েছিলাম, কিন্তু বিচ্ছেদের পর বুঝেছি— সবকিছু নিজে সামলানো কতটা জরুরি।”
তিনি জানান, বিচ্ছেদের পর থেকে ছোট-বড় নানা সিদ্ধান্ত তাকে একাই নিতে হয়েছে, এমনকি নিজের স্বাস্থ্য বীমা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ও একাই সামলাতে হয়েছে। এই প্রক্রিয়াতেই তিনি হয়েছেন আত্মনির্ভর এবং আরও বেশি পরিণত।
সীমা বলেন, এখন তিনি একা ডিনার করা থেকে শুরু করে বেড়াতে যাওয়া— সব কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছেন।
বর্তমানে সীমা বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন। নিজের ছেলেদের নিয়ে সীমা জানান, তারা এখন বেশি সময় কাটায় বাবার (সোহেল খানের) সঙ্গে। যদিও তিনি ছেলেদের জন্যই ওরলিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিচ্ছেদের পরও দীর্ঘ সময় সীমা সোহেলের বাড়ির কাছেই থাকতেন, যাতে ছেলেরা বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। তবে এখন তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছেন।