দীর্ঘদিন আড়ালে ছিলেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। তিনি ছিলেন না সামাজিক যোগাযোগমাধ্যমে, এমনকি ফোনেও পাওয়া যাচ্ছিল না। তবে ১৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ সামনে এলেন রাজ—নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন ছবি ‘ইনসাফ’–এর একটি স্থিরচিত্রের মাধ্যমে।
সিনেমার একটি দৃশ্যের স্থিরচিত্রে দেখা যায়, খালি গায়ে পেছন ফিরে বসে রয়েছেন শরিফুল রাজ, পাশে দাঁড়িয়ে অস্ত্রধারী কয়েকজন যুবক। ছবিটি প্রকাশের পরপরই এটি ভাইরাল হয়ে যায় চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে।
নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, কোরবানির ঈদে মুক্তি পাবে ইনসাফ। বাকি রয়েছে একটি গানের শুটিং, যা আগামী সপ্তাহে এফডিসিতে সম্পন্ন হবে। মে মাসের শুরু থেকে ছবির প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি।
ইনসাফ ছবিতে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। আর একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।