গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ফিরেছে দর্শক, জমজমাট ছিল বাংলা সিনেমার বাজার। মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা—এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’তে ছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল ও দর্শনা বণিক। তবে আলোচনায় ছিলেন ঢাকার নায়িকারা। সুনেরাহ, দীঘি, বুবলীর উপস্থিতি দর্শকদের মন জয় করেছে।
সিনেমাগুলোর মধ্যে ‘জংলি’, ‘দাগি’ ও ‘চক্কর ৩০২’ এখনও রয়েছে আলোচনায়, অন্যদিকে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।
কুরবানির ঈদেও নায়িকাদের দাপট আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘তান্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘পিনিক’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। এতে থাকছেন জয়া আহসান, পূজা চেরী, তাসনিয়া ফারিণ, শবনম বুবলী, মন্দিরা চক্রবর্তী ও বাঁধন।
‘তান্ডব’ সিনেমায় সাংবাদিক চরিত্রে থাকছেন জয়া আহসান, প্রধান নায়িকার নাম এখনো চমক হিসেবে রাখা হয়েছে। বুবলী ও ফারিণও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। পূজা চেরীর ‘টগর’ ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে।
এছাড়া আসছে মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’ ও বাঁধনের ‘এশা মার্ডার’, যেগুলো নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। সম্ভাবনার তালিকায় রয়েছে নাজিফা তুষি ও সাদিয়া আয়মানের সিনেমাও।
সব মিলিয়ে ঈদুল আজহার সিনেমা বাজারও জমজমাট থাকবে—আর এই দৌড়ে এগিয়ে থাকবেন ঢালিউডের নায়িকারাই।