মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেক করেই নজর কাড়লেন রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। ২০১১ সালে জন্ম নেওয়া এই প্রতিভাবান ক্রিকেটার ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে মাঠে নেমে গড়লেন ইতিহাসের পাতায় নতুন রেকর্ড—তিনি এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।
চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের জায়গায় একাদশে সুযোগ পান বৈভব। যদিও তাকে ফিল্ডিং করতে হয়নি, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেবল ব্যাট হাতে নামেন। আর নামতেই বাজিমাত! ম্যাচের প্রথম বলেই হাঁকান বিশাল ছক্কা। এরপর আরও একটি ছক্কা ও দুটি চারে ২০ বলে ৩৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি।
এমন দুর্দান্ত অভিষেকের পর ব্যাটিং শেষে আবেগে কেঁদে ফেলেন বৈভব। ১২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই প্রতিশ্রুতিশীল হিসেবে নজর কাড়ছিলেন তিনি, আর এবার আইপিএলের মঞ্চে সেই প্রতিভার ঝলক দেখালেন।
তবে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয়ের দেখা পায়নি রাজস্থান। ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা থেমে যায় ১৭৮ রানে, ২ রানে জয় পায় লখনউ সুপার জায়ান্টস।