শেফিল্ড ইউনাইটেডের সামনে যখন প্লে-অফে নেমে পড়ার শঙ্কা, তখনই ঘরের মাঠে ঘুরে দাঁড়াল দলটি। চ্যাম্পিয়নশিপে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে ফের জয়ের ধারায় ফিরেছে হামজা চৌধুরিদের শেফিল্ড।
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরি ম্যাচ শেষে ফেসবুকে লিখেছেন, “জয়ের ধারায় ফিরেছি, আলহামদুলিল্লাহ। সামনে এক কঠিন সপ্তাহ।”
চ্যাম্পিয়নশিপে এখন তিন নম্বরে শেফিল্ড ইউনাইটেড। শীর্ষ দুইয়ে থাকা বার্নলি ও লিডস ইউনাইটেডের পয়েন্ট ৯১ করে, শেফিল্ডের ৮৬। সরাসরি প্রিমিয়ার লিগে যেতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে, তেমনটাই লক্ষ্য সাউথ ইয়র্কশায়ারের ক্লাবটির।
আগামী সপ্তাহে শেফিল্ড খেলবে বার্নলি, স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে। এই ম্যাচগুলো শেফিল্ডের জন্য ফাইনালের চেয়ে কম নয়। প্লে-অফ নয়, সরাসরি প্রিমিয়ার লিগে ফেরাই এখন হামজাদের মূল লক্ষ্য।