টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষার পর তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। শনিবার তার আরও কিছু টেস্টের রিপোর্ট হাতে এলে চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। সবকিছু স্বাভাবিক থাকলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
জানা গেছে, জুন মাস থেকে সৃজিতের নতুন চলচ্চিত্র ‘লহো গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি একটি নাটকের মহড়াও শুরু করার পরিকল্পনায় ছিলেন তিনি। তবে এরই মধ্যে হঠাৎ অসুস্থতা তার কাজের সূচিতে প্রভাব ফেলতে পারে।
পরিচালকের অসুস্থতার খবরে টালিউডে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।