নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তান ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি একটি টিকিটের লড়াই এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
প্রথম তিন ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আজ যদি পাকিস্তানকে হারাতে পারে বা ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলবে নিগার সুলতানাদের দল।
বাংলাদেশের পয়েন্ট এখন ৬, নেট রান রেট +১.০৩৩। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ৪ পয়েন্ট, তবে নেট রান রেট -০.২৮৩। আজ তারা মুখোমুখি হবে জয়ের খরায় থাকা থাইল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে নির্ভর করতে হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচ এবং নেট রান রেটের ওপর। তবে বড় ব্যবধানে না হারলেই এখনো এগিয়ে থাকবে বাংলাদেশ।
সব হিসাবের বাইরে গিয়ে, আজকের ম্যাচে জয়ই নিশ্চিত করতে পারে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট।