ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ বক্স অফিসে চমক দেখাচ্ছে। মুক্তির পর দর্শকপ্রিয়তা পাওয়ায় সিনেমাটির চাহিদা বাড়ে, ফলে হলসংখ্যাও বাড়াতে বাধ্য হন হল মালিকরা। শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’ সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও ভালো আয় করছে ‘জংলি’।
বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরিচালক এম রাহিম জানান, সিনেমাটি মুক্তির ১৬ দিনে গ্রস কালেকশন হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা।
তিনি লেখেন, “পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, ‘জংলি’ দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।”
সিনেমাটিতে সিয়াম আহমেদকে দেখা গেছে একাধিক লুকে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সংগীত পরিচালনায় ছিলেন প্রিন্স মাহমুদ।