নারী বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ আজও গড়েছে নতুন রেকর্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়া জুটির পরও বড় স্কোর তুলতে পারেনি নিগার সুলতানার দল। ইনিংস শেষ হয়েছে মাত্র ২২৭ রানে।
আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে সোবহানা মোস্তারিকে হারিয়ে চাপে পড়লেও শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। এই দুইজন গড়েন ১১৮ রানের জুটি— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম তিন অঙ্কের জুটি।
৭৯ বলে ৬৭ রান করেন সুপ্তা, আর ফারজানা খেলেন ৭৮ বলে ৪২ রানের ধৈর্যশীল ইনিংস। তবে এই দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। নিয়মিত রান পেয়ে যাওয়া নিগারও ব্যর্থ হন আজ। মধ্য ও শেষের দিকেও কেউই উল্লেখযোগ্য ইনিংস গড়তে পারেননি।
শেষ দিকে রাবেয়া খানের ২০ বলে ২৩ রানের ক্যামিও বাংলাদেশকে নিয়ে যায় ২২৭ রানে— যা এই বিশ্বকাপে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
তবে আশার বিষয় হতে পারে ক্যারিবিয়ানদের সাম্প্রতিক ফর্ম। আগের তিন ম্যাচের মধ্যে দুটি হেরেছে তারা। এমনকি পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারেনি। আজ সেই আত্মবিশ্বাস নিয়েই ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।
জিততে পারলেই বাংলাদেশ নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট।