ভুটানের লিগে খেলতে নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারের ঢাকা ত্যাগ

ভুটানের লিগে খেলতে নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারের ঢাকা ত্যাগ

খেলা

সবকিছু ঠিকঠাক ছিল, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ভুটানের লিগে খেলতে যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারের। কিন্তু কিছু সমস্যার কারণে প্রথমে তার যাওয়া হয়নি। ৯ নারী ফুটবলার দেশটি গেলেও ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে কৃষ্ণা যেতে পারেননি। তবে এখন সেই পারমিট পাওয়ায় আজ (১৬ এপ্রিল) ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়লেন তিনি।

ফেসবুক স্টোরির মাধ্যমে এই খবর নিজেই জানান কৃষ্ণা। ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেড দলের হয়ে খেলবেন তিনি। দলের সতীর্থ হিসেবে তার সঙ্গে খেলবেন মাসুরা পারভীন ও সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রুপনা চাকমা।

এর আগে, ২০১৮ সালে সেথু এফসির হয়ে ভারতের ঘরোয়া লিগে খেলেছেন এই ফরোয়ার্ড।

এবারের ভুটানের লিগে বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসির হয়ে, আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *