ছয় বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে কাতালান ক্লাবটি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জার্মান ক্লাব ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে বার্সা। তবে প্রথম লেগে ৪-০ গোলের বড় জয়ের সুবাদে দুই লেগ শেষে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে চাপে ফেলে ডর্টমুন্ড। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেরহু গিরাসি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন তিনি, হ্যাটট্রিক পূর্ণ না হলেও দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। তবে মাঝের সময়টায় ৫৩তম মিনিটে একটি গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে ভারসাম্য রাখে বার্সা।
ডর্টমুন্ড ম্যাচে জিতলেও দুই লেগের ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ আট থেকেই বিদায় নিতে হয় জার্মান ক্লাবটিকে। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ইউরোপ সেরা মঞ্চে সেমিফাইনালে ফিরল বার্সেলোনা।