ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ ঢাকাই সিনেমায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। মুক্তির পর সতেরো দিন পার হলেও এখনও দর্শকমহলে তুমুল আলোচিত এই সিনেমা এবার জায়গা করে নিয়েছে বিশ্বখ্যাত অনলাইন ডাটাবেজ আইএমডিবি’র (ইন্টারনেট মুভি ডেটাবেজ) শীর্ষ ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায়।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ বর্তমানে আইএমডিবি’র চার্টে ৪৪তম স্থানে অবস্থান করছে। একই তালিকায় রয়েছে হলিউডের ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ এবং বলিউডের ‘সিকান্দার’ ও ‘অ্যানোরা’র মতো সিনেমা।
আইএমডিবিতে ৭.৪ রেটিং পাওয়া ‘বরবাদ’-এর এ অর্জনে উচ্ছ্বসিত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘আমাদের দেশের সিনেমা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। আইএমডিবির মতো প্ল্যাটফর্মে ৪৪ নম্বর স্থানে থাকা অনেক বড় প্রাপ্তি। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সম্মানের।’
উল্লেখ্য, আইএমডিবি অ্যামাজনের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী সিনেমা ও টিভি কনটেন্টের জনপ্রিয়তা সূচক হিসেবে বিবেচিত। ‘বরবাদ’-এর এই সাফল্য ঢাকাই চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।