
মুম্বাইয়ের দুই ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও আজিঙ্কা রাহানে আইপিএলে মাঠে নামলেন প্রতিপক্ষ হিসেবে। মঙ্গলবার সেই দ্বৈরথে জয় ছিনিয়ে নেয় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েও তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে রেকর্ড গড়ে—আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়।
মাত্র ১৬ রানে ম্যাচ হেরে হতাশ কেকেআর। খেলা শেষে হতাশ রাহানে মারাঠিতে শ্রেয়াসকে বলেন, “ক্যা ফালতু ব্যাটিং কালি আন আমি?” — বাংলায় যার মানে, “কী বাজে ব্যাট করলাম আমরা, না?”
জয়ের সম্ভাবনা জাগিয়েও ৭.৪ ওভারে যুজবেন্দ্র চহলের এক বল রাহানের প্যাডে লাগলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তিনি রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন, অথচ রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প মিস করছিল—রিভিউ নিলে আউট হতেন না।
রাহানের ভুলেই ম্যাচের মোড় ঘুরে যায়। দলটি ৬২ রানে ২ উইকেট থেকে ৭৯ রানে ৮ উইকেট হারিয়ে ধসে পড়ে। খেলা শেষে রাহানে বলেন, “ভুল শট খেলেছি, হারের দায় আমার।” রিভিউ না নেওয়া প্রসঙ্গে তিনি জানান, “অঙ্গকৃশ নিশ্চিত ছিল না। আমিও ছিলাম না। তাই রিভিউ নষ্ট করতে চাইনি।”
এই জয়ে চহল, শ্রেয়াসরা ইতিহাস গড়লেন আর হতাশায় ডুবলেন রাহানে ও কেকেআর।