
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ ইউনিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট বিক্রিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি দল বিসিবি কার্যালয়ে গিয়ে পুরোনো নথিপত্র যাচাই শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, টিকিট কালোবাজারিতে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিপিএলের এবারের আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকার বেশি।
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও হুন্ডির মাধ্যমে অর্থপাচার ও অনিয়মের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছিল।