
দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে শিগগিরই। এই সুখবর দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ কবে আসবে—এই প্রশ্ন বহুদিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষায় রাখতে চাই না, শিগগিরই ঘোষণা আসছে।”
২০২২ সালের শেষদিকে সিজন ৪ শেষ হওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন নতুন সিজনের জন্য। চরিত্রগুলোর জনপ্রিয়তা এতটাই ছিল যে এখনও সোশ্যাল মিডিয়ায় নাটকের পুরোনো ভিডিও ভাইরাল হয়।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের একঝাঁক তারকাকে দেখা যায়। এতে নতুন করে গুঞ্জন ওঠে সিজন ৫ নিয়ে। দর্শকদের চাহিদার প্রেক্ষিতেই এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন নির্মাতা অমি।