দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (মঙ্গলবার) বিকালে ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫:২০ মিনিটে তাদের ফ্লাইট অবতরণ করবে।
রাতযাপন শেষে কাল (বুধবার) সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে তারা। প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল, সিলেটে। দ্বিতীয় ম্যাচ ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে।
ক্রেগ আরভিনের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে সফরে এসেছে জিম্বাবুয়ে। সফরের জন্য বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই স্কোয়াড ঘোষণা করেছে। এখন সিলেটে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।