
জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।
হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
এক পোস্টে অমি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। আপাকে আমরা গভীরভাবে মিস করব।”
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তবে চলচ্চিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি। প্রয়াত পরিচালক এনায়েত করিমের ‘কদম আলী মাস্তান’ ছিল তার প্রথম সিনেমা।
শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী ও ভক্তরা।