যে লিগেই খেলেন, সেই দল যেন হয়ে ওঠে শিরোপার দাবিদার— ঠিক এমনই এক ‘লাকি চার্ম’ হয়ে উঠেছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। গেল বছর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্স তাকে দলে ভেড়ালেও খেলাতে পারেনি, তবু শিরোপা জিতেছিল দলটি। এরপর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে দলকে এনে দেন চ্যাম্পিয়নশিপ।
এবার আবারও তাকে দলে চাইছে হোবার্ট হারিকেন্স—গ্লোবাল সুপার লিগের (GSL) জন্য। চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে রিশাদকে খেলাতে আগ্রহী তাসমানিয়ার দলটি। ইতোমধ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রাথমিক যোগাযোগও শুরু করেছে।
তবে রিশাদ আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কারণ একই সময়ে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা, যেখানে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে। সম্ভাব্য স্কোয়াডে রিশাদের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এবারও হয়তো হোবার্টের হয়ে মাঠে নামা হবে না তার।
এদিকে, গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে শুধু রংপুর রাইডার্স। চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আমন্ত্রণ না পেলেও, আগেরবারের সাফল্যের ধারাবাহিকতায় রংপুরকে আবারও আমন্ত্রণ জানানো হয়েছে।