
প্রয়াত ঢালিউড তারকা সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর পর আবারও শুরু হয়েছে আলোচনা। এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার স্ত্রী সামিরা। সম্প্রতি সামিরা ও সালমানের এক বন্ধুর সঙ্গে তার বিয়ের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর অকাল মৃত্যু সারাদেশে শোকের ছায়া ফেলেছিল। যদিও তার মৃত্যুর রহস্য এখনো অনেকের কাছে অজানা। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্তে বলা হয়, এটি আত্মহত্যা। তবে ভক্তদের অনেকে এখনও বিশ্বাস করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নতুন করে তদন্তের দাবি জানিয়ে আসছেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সামিরা বলেন, “আমি যদি সালমান শাহর বন্ধুকে বিয়ে করি, তাতে দোষ কোথায়? সালমানের মৃত্যুর পর তিনি নিজেই বলেছেন— সামিরাকে শাহরানের (ছেলে) সঙ্গে বিয়ে দিতে পারতেন। তাহলে আমি কেন তার বন্ধুকে বিয়ে করতে পারব না?”
তিনি আরও বলেন, “এই বিয়ে আমার নিজস্ব সিদ্ধান্ত ছিল না। এটা ছিল আমার বাবা-মায়ের সিদ্ধান্তে করা একটি অ্যারেঞ্জড ম্যারেজ।”
সালমান শাহর মৃত্যু এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই ছিল তুঙ্গে। সাম্প্রতিক এই আলোচনায় আবারো প্রিয় অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণে মেতে উঠেছে ভক্তরা।