ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন, কিন্তু এবার তিনি হঠাৎ করেই ঢাকা ফিরে এসেছেন মাত্র ৮ ঘণ্টার জন্য। তার এই হঠাৎ আসার কারণ ছিল মায়ের অসুস্থতা।
শাবনূর গণমাধ্যমে জানান, এক মাস ধরে তার মা শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে নিউমোনিয়া এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল। ২৮ মার্চ তার মায়ের শ্বাসকষ্ট আরও বাড়ে এবং তিনি কথাও বলছিলেন না। এ পরিস্থিতিতে শাবনূর তাড়াহুড়ো করে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, "টিকিট পেতে খুব কষ্ট হয়েছিল। এক কাপড়ে সিডনি থেকে উড়াল দিয়েছিলাম। পুরো সময় আমার মা’র জন্য দোয়া করেছি।" ঢাকায় এসে মাকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার পরও তিনি হাসপাতাল ভর্তি করাতে সাহস পাননি, এবং কয়েক ঘণ্টা পর আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন।
সিডনিতে পৌঁছানোর পর তার মা হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। শাবনূর জানান, তার মা, ভাই, বোন এবং তাদের পরিবার বর্তমানে সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন, তবে তারা সময় সময়ে বাংলাদেশে আসেন।