বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার (৯ এপ্রিল) ১১ জন রেফারিকে ২০২৫ সালের ফিফা ব্যাজ প্রদান করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিকেলে এই ব্যাজ রেফারিদের হাতে তুলে দেন। ব্যাজ প্রদান অনুষ্ঠান শেষে, বাফুফে সভাপতি ফিফার বর্তমান এবং সাবেক রেফারিদের সঙ্গে বৈঠক করেন।
তবে, রেফারিরা বাফুফের প্রতি ক্ষোভ প্রকাশ করেন, কারণ ফেডারেশনের কাছে তাদের পাওনা কোটি টাকার বেশি। এমনকি গেল ঈদের আগে রেফারিদের কোনো অর্থও প্রদান করা হয়নি। এই ক্ষোভের মধ্যে, বাফুফে সভাপতি রেফারিদের আশ্বাস দেন যে, আগামী সপ্তাহের মধ্যে চলতি লিগের কিছু অর্থ প্রদান করা হবে।
এছাড়া, বাফুফে নির্বাচনের প্রায় পাঁচ মাস পরেও রেফারি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়নি, যা নিয়ে রেফারিরা উদ্বেগ প্রকাশ করেছেন।