পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও গ্রাউন্ডস কমিটি চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার স্টেডিয়াম পরিদর্শন করে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা মাঠ, ড্রেসিংরুম ও গ্যালারি ঘুরে দেখেন।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, "গ্রাউন্ডস কমিটি করা হয়েছে, দু-একদিনের মধ্যেই ঘোষণা দেওয়া হবে। এই মাঠের জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হচ্ছে।"
তিনি আরও বলেন, “১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এই ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সহায়তা করছে।”
তবে এখনও ফ্লাডলাইট স্থাপন ও রেফারিদের জন্য আলাদা রুম তৈরির কাজ শেষ হয়নি। এসব কাজ চলতি মাসেই শেষ করতে চায় ক্রীড়া পরিষদ।