ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা ‘জংলি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিয়াম আহমেদ, শবনম বুবলী, এবং প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল ছিল। তবে, চাহিদার তুলনায় শো কম হওয়ায় অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
সিনেমার টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শো বাড়ানোর দাবি জানালেও শুরুতে শো সংখ্যা বাড়ানো হয়নি। পরে, দর্শকদের চাহিদা ও ভালো প্রতিক্রিয়ার পর শো সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
টাকা মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘জংলি’ দর্শকদের মুখে প্রশংসিত হচ্ছে এবং এক সপ্তাহে সিনেমার শো সংখ্যা বেড়ে ১৪টিতে পৌঁছেছে। তিনি আরও বলেন, “দর্শক পরিবার নিয়ে হল গিয়ে সিনেমাটি দেখছেন এবং কোনো খারাপ রিভিউ পাওয়া যায়নি।”
মুক্তির পর থেকে সিনেমাটি তার অগ্রিম টিকিট বিক্রির সাফল্য অর্জন করেছে, এবং সিনেমা শো বাড়ানোর মাধ্যমে আরও দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে।