টালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘লজ্জা’ সিরিজ নিয়ে নিজের অনুভূতি ভাগ করেছেন। তিনি বলেন, “প্রথম পর্ব মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা অত্যন্ত গর্বের। এই সিরিজের মাধ্যমে আমি চাই মানুষের মন থেকে বাধা দূর হোক।”
প্রিয়াংকা আরও বলেন, “‘লজ্জা’ সিরিজের দ্বিতীয় পর্বে সমাজে লাঞ্ছনা ও মান-অপমানের চিত্র উঠে আসবে। সম্পর্কের সুস্থতা এবং আত্মসম্মান বজায় রাখার গুরুত্ব এই পর্বে দেখানো হবে। তিনি বলেন, ‘লজ্জা’ শুধু নারীর বিষয় নয়, পুরুষেরও লজ্জা থাকতে পারে।”
‘জয়া’ চরিত্র নিয়ে প্রিয়াংকা বলেন, “জয়ার চরিত্রে নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে অনেক কষ্ট হয়েছে, তবে আমি চ্যালেঞ্জটি গ্রহণ করেছি।”
অভিনয় ও জীবন নিয়ে তিনি বলেন, “আমার কোনো আক্ষেপ নেই। আমি বরাবরই ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। জীবনে ওঠাপড়া থাকতেই হয়, আমি সবসময় ভালো দিকটা নিতে চেষ্টা করি।”
শেষে প্রিয়াংকা বলেন, “জীবনের প্রতিটি মুহূর্তে আমি সন্তুষ্ট, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস রাখি এবং সব কিছু তার হাতে ছেড়ে দিয়েছি।”