
মরক্কোর মারাকেশে ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলের খালি কক্ষে আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণে আনে সিভিল প্রোটেকশন টিম।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে উদ্বোধন হওয়া এই হোটেলটি মরক্কোর মারাকেশের কেন্দ্রে অবস্থিত এবং এটি ক্রিস্টিয়ানো রোনালদোর পার্টনারশিপে পরিচালিত।