বিসিবির সঙ্গে আলোচনা চলছে পাকিস্তানের উমর গুলের হতে পারে পেস বোলিং কোচ

বিসিবির সঙ্গে আলোচনা চলছে পাকিস্তানের উমর গুলের হতে পারে পেস বোলিং কোচ

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে। সোমবার (৭ এপ্রিল) ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন গুল।

বর্তমানে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকা নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের পারফরম্যান্সে অসন্তোষ দেখা দেওয়ায় বিসিবি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডামসের সঙ্গে চুক্তি রয়েছে, তবে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে কাজ করলেও তার স্থায়ীত্ব অনিশ্চিত।

গুল বলেন, ‘আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি বোর্ড ও আমার পারস্পরিক সমঝোতার ওপর নির্ভর করছে।’ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া গুল পিএসএল এবং আফগানিস্তান জাতীয় দলের কোচিংয়ে সফল ক্যারিয়ার গড়েছেন।

বিসিবি আরও কয়েকটি প্রার্থীও বিবেচনা করছে, এর মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *