পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে কোনো আসরে বাংলাদেশের কেউ ধারাভাষ্য দেননি। তবে এবার ইতিহাস গড়তে যাচ্ছেন আতাহার আলী খান। ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে প্রথমবারের মতো ধারাভাষ্য দেবেন এই সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কণ্ঠসৈনিক।
মাঠে যখন বাংলাদেশের লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা খেলবেন, তখন ধারাভাষ্য কক্ষে ‘বাংলাদেশি কণ্ঠ’ হিসেবে থাকবেন আতাহার। এবার পিএসএলে মোট ৩৪টি ম্যাচ হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। আতাহার ছাড়াও এবার প্রথমবার ধারাভাষ্যে থাকবেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, মার্ক নিকোলাস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার এবং পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।
এছাড়া ধারাভাষ্যে থাকবেন মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার ও ডমিনিক কর্ক। এবারই প্রথম ইংরেজির পাশাপাশি উর্দু ভাষায়ও ধারাভাষ্য শোনা যাবে। সেই প্যানেলে থাকছেন আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট ও তারিক সাঈদ। উপস্থাপনায় থাকবেন এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস।