গাজায় ইসরাইলি হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বরতায় প্রাণ গেছে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনির। রমজানের মাঝামাঝি ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকেই আগ্রাসনের মাত্রা আরও বেড়েছে।
এই ভয়াবহতা দেখে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে গাজার ধ্বংসচিত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে লিখেছেন,
“হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। আপনি আমাদের রক্ষাকর্তা, তাদের রক্ষা করুন, বিজয়ী করুন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব!”
সামাজিক মাধ্যমে একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আরও অনেকে। সাবেক খেলোয়াড় নাহিদ রানা লেখেন,
“এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।”
এদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের দিনে গাজার জনগণের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তিনি বলেন,
“আজ আমরা ক্রীড়া দিবস পালন করছি, আর গাজায় চলছে ইতিহাসের এক ভয়ংকর দিন। মানুষের দেহ উড়ছে বোমার আঘাতে। আমরা গাজার নিরীহ মানুষের পাশে আছি, এই বর্বরতা বন্ধ হোক—এই কামনা করি।”