ভূঞাপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ: অর্থদণ্ড

অপরাধ আইন আদালত পরিবেশ ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে, ক্যাপটেন সালমান ও থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমের সহযোগিতায় এই অভিযানে ভূঞাপুর-তারাকান্দি-ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

দীর্ঘদিন ধরে ভূঞাপুর-তারাকান্দি ও ভূঞাপুর-যমুনা সেতু সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট স্থাপন করে রাস্তা দখল এবং যানজট সৃষ্টি হচ্ছিল, যা স্থানীয়দের চলাচলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

এছাড়া প্রকাশ্যে ধুমপানের অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজা মিয়াকে ১ হাজার ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুলাল ড্রাইভারকে ২ হাজারসহ মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন জানান, সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজট সৃষ্টি হচ্ছে।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, দোকান মালিকদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা দোকান সরিয়ে না নেওয়ায় এ অভিযান চালানো হয়েছে। মানুষের চলাচল এবং যানবাহনের জন্য বিঘ্ন সৃষ্টি হওয়া কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, ‘জনগণের দাবির প্রেক্ষিতে এবং সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *