
গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার (৪ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামাজিক মাধ্যমে নিজেরাই বিয়ের ছবি শেয়ার করেন এই জুটি। ছবিতে দেখা যায়— রাবার পরনে লাল-কমলা রঙের শাড়ি আর আরাফাতের সাদা শেরওয়ানি, দুজনেই খুশিতে উজ্জ্বল।
রাবা পোস্টে লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ এরপর বিয়ের তারিখও উল্লেখ করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা ও ভক্ত। পরিচালক আদনান আল রাজিব-সহ অনেকে তাদের ছবি শেয়ার করে শুভকামনা জানান।
রাবা খান তরুণদের কাছে একজন পরিচিত মুখ, লেখক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। অন্যদিকে, আরাফাত মহসিন গান ও নির্মাণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এই বিয়ের মাধ্যমে শোবিজে যুক্ত হলো আরও এক আলোচিত জুটি।