আড়াল ভেঙে আবারও গানে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ঈদে নিজের ইউটিউব চ্যানেলে ‘চাঁদ রাত’ প্রকাশের পর এবার হাজির হয়েছেন নতুন গান ‘এই জামানার মেয়ে’ নিয়ে।
গানটির কথা লিখেছেন জামাল হোসেন, সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা এবং এতে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী।
ডলি সায়ন্তনী বলেন, “এটা ফাঙ্কি ঘরানার গান, যা নতুন প্রজন্মের পছন্দকে মাথায় রেখেই তৈরি হয়েছে।”
গীতিকার জামাল হোসেন জানান, “এই গানটিতে বর্তমান সময়ের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।”
গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।