
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তার প্রকৃত নাম আবদুস সামাদ। জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও গ্রামে। চারুকলা বিভাগে পড়াশোনা করা এই শিল্পী অভিনয়ে হাতেখড়ি নেন মঞ্চে, সেখান থেকেই যাত্রা শুরু টেলিভিশন ও সিনেমার পর্দায়। মঞ্চে সফলতার পর ‘কার বউ’ (১৯৬৬) সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে দর্শকদের মন জয় করেন ‘পায়ে চলার পথ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
বাংলাদেশ টেলিভিশনের এক ক্যামেরাম্যানের দেওয়া নামে ‘টেলি সামাদ’ নামেই পরিচিতি পান তিনি। কৌতুক অভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় হলেও, প্রযোজনা ও গানেও রেখেছেন অবদান। তিনি প্রায় ৫০টিরও বেশি সিনেমায় গান করেছেন এবং ‘দিলদার আলী’সহ কয়েকটি ছবিও প্রযোজনা করেছেন।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘কে আমি’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মিস ললিতা’, ‘জিরো ডিগ্রি’সহ অসংখ্য কালজয়ী কাজ।
আজ এই কিংবদন্তির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই।