
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানে হেরে ৩-১ ব্যবধানে সিরিজ হারল পাকিস্তান।মাউন্ট মঙ্গানুইয়ে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান।
মাত্র ৮ রানে দুই ওপেনার ফিরে গেলে ধস নামে ব্যাটিং লাইনআপে। এক পর্যায়ে ৫৬ রানে ৮ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ৪৪ রান করা আব্দুল সামাদের ব্যাটে দলীয় স্কোর তিন অঙ্কে পৌঁছায়। নিউজিল্যান্ডের হয়ে ডাফি ৪ ও ফোকস ৩ উইকেট নেন।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন ২০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন। অধিনায়ক ব্রেসওয়েলও করেন ৪৬ রান।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।