
শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী বারিশা হক সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, তিনি কারো রিজিক নষ্ট করতে চান না। তিনি বলেন, “বাচ্চাকে বুলিং করার জন্য যদি কারো চাকরি বা রিজিক নষ্ট হয়, সেটা আমি চাই না। আমি শুধু চাই, মেয়েটি যেন নিজের ভুল বুঝতে পারে।”
পোস্টে বারিশা আরও জানান, ‘রেজুভা ওয়েলনেস’ প্রতিষ্ঠান তাদের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে, কারণ সেই নারী সোশ্যাল মিডিয়ায় বারিশার সন্তানকে বুলিং করেছে।
বারিশার অনুরাগীরা এই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন, যার মধ্যে অনেকেই বাচ্চাদের বুলিং নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।