ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের পরিবার-সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে। রোহিত শর্মার আপত্তির পর বিরাট কোহলি এ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দীর্ঘ সফরে প্রথম দুই সপ্তাহ বাদ দিয়ে পরবর্তী ১৪ দিনের জন্য খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকতে পারবে। ছোট সফরে অনুমতি মিলবে এক সপ্তাহের জন্য। তবে কোহলির মতে, পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
কোহলির সমালোচনার পর বোর্ড নতুন সিদ্ধান্তের কথা ভাবছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খেলোয়াড়দের বিশেষ অনুমতির ভিত্তিতে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ দেওয়া হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।