ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও বিচারকার্যের মাধ্যমেও দর্শকদের সামনে হাজির হচ্ছেন। যদিও তিনি এখন নিয়মিত অভিনয়ে নেই, তবে বিভিন্ন রিয়েলিটি শো এবং টিভি অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে ভিন্ন ভূমিকায়।
এরই ধারাবাহিকতায় মাছরাঙা টিভিতে প্রচারিত রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী (সিজন ৮)’-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পূর্ণিমা। এটি নিয়ে চতুর্থবারের মতো তিনি এই প্রতিযোগিতার বিচারকের আসনে বসলেন।
সেরা রাঁধুনী প্রতিযোগিতাটি প্রতি দুই বছর পর পর আয়োজিত হয়। এবারের আসরে দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধ্য থেকে সেরা রাঁধুনী নির্বাচনের পর্বগুলো সম্প্রচারিত হচ্ছে, যা ‘গ্র্যান্ড অডিশন’ নামে পরিচিত। এখান থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী অংশ নেবেন স্টুডিও রাউন্ডে, যার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এবারের আয়োজন আরও জমকালো। স্টুডিও সেটেও আধুনিকতার ছোঁয়া আনা হয়েছে, যা প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিযোগীরা গ্র্যান্ড অডিশন থেকে স্টুডিও রাউন্ডে এসে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এবং দারুণ সব রান্নার মাধ্যমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। গেল দুই মাস ধরে এই প্রতিযোগিতার সঙ্গে ব্যস্ত থাকার কারণে ঈদে অন্য অনুষ্ঠানে আমার অংশগ্রহণ খুবই কম থাকবে।’
এছাড়া রোজার আগ থেকেই পূর্ণিমা অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে। পাশাপাশি মাছরাঙা টিভির একটি রোজাবিষয়ক অনুষ্ঠানেও দুটি পর্বে তাকে দেখা গেছে। সেরা রাঁধুনীর গ্র্যান্ড ফিনালে আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে।