বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ, টসও গড়ায় দেরিতে। কুড়ি ওভারের খেলা নেমে আসে ১৫ ওভারে। তবে ভাগ্য পরিবর্তন হয়নি সফরকারী পাকিস্তানের। ডানেডিনে নিউজিল্যান্ডের তরুণদের দাপটে আরও একটি হার সঙ্গী হলো ম্যান ইন গ্রিনদের।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই হাসান নওয়াজকে হারায় পাকিস্তান। দ্রুতই ফিরে যান মোহাম্মদ হারিসও (১০ বলে ১১)।
একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সালমান আঘা। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। শাদাব খান ১৪ বলে করেন ২৬ রান, আর শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রান তুলতে পারে পাকিস্তান।
জবাবে, শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয় কিউই ব্যাটাররা। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।